guest teacher vacancy: শহীদ ক্ষুদিরাম স্মৃতি মহাবিদ্যালয়ে চুক্তিভিত্তিক/অতিথি শিক্ষক পদে ওয়াক-ইন-ইন্টারভিউ

ডেবড়া থানা শহীদ ক্ষুদিরাম স্মৃতি মহাবিদ্যালয়ে বিভিন্ন স্নাতক ও স্নাতকোত্তর বিভাগে চুক্তিভিত্তিক/অতিথি শিক্ষক পদে ওয়াক-ইন-ইন্টারভিউ অনুষ্ঠিত হবে। কলেজ কর্তৃপক্ষ এই পদে যোগ্য প্রার্থীদের আবেদনের জন্য নোটিশ জারি করেছে।

বিভাগ ও তারিখ/guest teacher vacancy list

১. ভূগোল – ১৯ ফেব্রুয়ারি, ২০২৫, দুপুর ১.৩০ টা
২. রাষ্ট্রবিজ্ঞান – ২০ ফেব্রুয়ারি, ২০২৫, সকাল ১১.৩০ টা
৩. ইংরেজি – ১৯ ফেব্রুয়ারি, ২০২৫, দুপুর ২.০০ টা
৪. বিসিএ – ১৯ ফেব্রুয়ারি, ২০২৫, সকাল ১১.৩০ টা
৫. বিএমএলটি – ২০ ফেব্রুয়ারি, ২০২৫, সকাল ১১.৩০ টা

আরও পড়ুন:  mcc boyd tandon school of business recuitment 2024

পদ সংখ্যা: প্রতিটি বিভাগে ১টি করে পদ।

guest teacher vacancy: শহীদ ক্ষুদিরাম স্মৃতি মহাবিদ্যালয়ে চুক্তিভিত্তিক/অতিথি শিক্ষক পদে ওয়াক-ইন-ইন্টারভিউ

প্রয়োজনীয় যোগ্যতা/guest teacher vacancy eligibility

কলা ও বিজ্ঞান বিভাগের জন্য: সংশ্লিষ্ট বিষয়ে এম.এ/এম.এসসি/এমএলটি ডিগ্রি সহ পিএইচডি/নেট/সেট থাকা আবশ্যক। বিএমএলটি বিভাগের জন্য বিএমএলটি বা এমএলটি ডিগ্রিধারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

বিসিএ বিভাগের জন্য: এম.সি.এ বা কম্পিউটার সায়েন্সে এম.এসসি ডিগ্রি সহ পিএইচডি/নেট/সেট থাকা আবশ্যক।

আবেদন প্রক্রিয়া/guest teacher vacancy application

আগ্রহী প্রার্থীদের উল্লিখিত তারিখ ও সময়ে কলেজের অধ্যক্ষের কার্যালয়ে উপস্থিত হয়ে বায়োডাটা, এক কপি পাসপোর্ট সাইজের ছবি, এক সেট জেরোক্স কপি এবং মূল নথিপত্র সহ প্রত্যয়নপত্র জমা দিতে হবে।

আরও পড়ুন:  Teacher Recruitment Apex Academy: শিক্ষক চাকরি প্রার্থীদের জন্য সুখবর, ভালো বেতনে নিয়োগ করছে এই স্কুল।

যোগাযোগ:
ডেবড়া থানা শহীদ ক্ষুদিরাম স্মৃতি মহাবিদ্যালয়
পোঃ চাকশ্যামপুর, ডেবড়া, পশ্চিম মেদিনীপুর – ৭২১১২৪
ফোন: ০৩২২২-২৪৩৪০০, মোবাইল: ৯৭৩৩৮৪৬১৬০
ইমেল: principaldebra@gmail.com
ওয়েবসাইট: www.debracollege.ac.in

কলেজের অধ্যক্ষ ড. রূপা দাশগুপ্ত এই পদে যোগ্য ও দক্ষ প্রার্থীদের আবেদনের জন্য অনুরোধ জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *