২৪ ঘন্টা ডেক্স: শিক্ষক চাকরি প্রার্থীদের বিশেষ করে উত্তর বঙ্গের চাকরিপ্রার্থীদের ভালো খবর একটি স্বনামধন্য ইংরেজি মাধ্যম স্কুল শিক্ষক পদে নিয়োগ প্রক্রিয়া (cbse school recruitment 2024) শুরু করেছে। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে এ নিয়ে তারা বিজ্ঞপ্তি ইতিমধ্যে স্বনামধন্য পত্রিকায় প্রকাশ করেছে। এক নজরে দেখে নিন নিয়োগ সংক্রান্ত তথ্যগুলির এক ঝলক।
CBSE School Teacher Recruitment 2024 Vacancy:
প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে স্বনামধন্য এই ইংরেজি মাধ্যম স্কুলটি মূলত পিজিটি এবং টিজিটি রসায়নবিদ্যা এছাড়া প্রাথমিক বা PRT পদে নিয়োগ করবে। আবেদনের জন্য শুধুমাত্র 5 দিনের সময়সীমা রাখা হয়েছে।
CBSE School Teacher Recruitment 2024 Apply:
যে স্বনামধন্য স্কুলটি শিক্ষক শিক্ষিকার নিয়োগ (cbse school teacher recruitment) করবে তার নাম দার্জিলিং পাবলিক স্কুল। স্বনামধন্য এই বিদ্যালয়টি সিবিএসসি দ্বারা অনুমোদিত। এছাড়া স্কুল কি শিলিগুড়ির কাছেই ফুলবাড়ীতে অবস্থিত। অভিজ্ঞ মানুষেরা ভালোভাবেই জানেন যে সিবিএসসি স্কুলগুলোতে ( recruitment cbse) বেতন হয় ভালই। আগ্রহী চাকরি প্রার্থীরা নিজের বাইরেটা বা সিভি পাঠাতে পারেন এই ইমেইল আইডিতে – schooldarjeelingpublic@gmail.com