মুলতানি মাটি দিয়ে ফর্সা হওয়ার উপায়,দেখে নিন

৪ ঘন্টা ডেক্স:বহুকাল আগে থেকেই রূপচর্চায় মুলতানি মাটির ব্যবহার হয়ে আসছে। শুধু ত্বকের যত্ন নয় ত্বকের সাথে সাথে চুলেরও যত্ন নেই এই মুলতানি মাটি। নিয়মিত যদি মুলতানি মাটি ব্যবহার করেন আপনার ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে। কিন্তু অনেকেই এটা জানেন না যে মুলতানি মাটি কিভাবে ব্যবহার করতে হয়। বিভিন্ন রকম ত্বকে মুলতানি মাটি বিভিন্ন রকম পদ্ধতিতে ব্যবহার করা হয়। দেখে নিন বিভিন্ন ত্বকে মুলতানি মাটি ব্যবহারের পদ্ধতি।

মুলতানি মাটি দিয়ে ফর্সা হওয়ার উপায়,দেখে নিন

মুলতানি মাটির উপকারিতা

যদি আপনার ত্বকই লাগতো হয় তবে সেক্ষেত্রে মুলতানি মাটিতে গোলাপ জল দিয়ে কাদা কাদা করে মুখে মেখে নিন। খেয়াল রাখবেন মুলতানি মাটি মুখে মেখে বেশি কথা বলতে যাবেন না তাহলে কিন্তু ত্বকের উপর বিপরীত প্রভাব পড়বে।

আরও পড়ুন:  মাটি ছাড়াই ঘরে ধনিয়া চাষ কিভাবে করবেন ?

আবার যাদের ত্বক শুষ্ক তারা মুলতানি মাটির সাথে দুধের সর বা দুধ মিশিয়ে ব্যবহার করতে পারবে। দুধ ব্যবহারের ফলে শুষ্ক ত্বকের অনেক উপকার হয়। দুধের যে ফ্যাট থাকে তা ত্বকের তৈলাক্ত ভাবকে ফিরিয়ে আনতে সাহায্য করে।

মুলতানি মাটির ব্যবহার করার নিয়ম

তবে মুলতানি মাটি যারাই ব্যবহার করুক না কেন সপ্তাহে এক থেকে দুই দিনের বেশি ব্যবহার করা উচিত নয়। ভালো জিনিস বলেই যে প্রতিদিন ব্যবহার করবেন এমনটা নয় এতে বিপরীত পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে।

আরও পড়ুন:  teeth cleaning : ঘরোয়া পদ্ধতি অনুসরণ করে আপনি আপনার দাঁতের জেল্লা ফিরিয়ে আনতে পারেন।

মুলতানি মাটি দিয়ে ব্রণ দূর করার নিয়ম

মুলতানি মাটিকে ফেসপ্যাক হিসেবেও ব্যবহার করা যেতে পারে।মুলতানি মাটির সাথে এক চামচ বেসন এক চামচ হলুদ এবং সামান্য টক দই মিশিয়ে মুখে লাগালে ভালো উপকার পাওয়া যায়। সম্প্রতি আলিয়া ভাট একটি কনফারেন্সে নিজে একথা স্বীকার করেছেন। আলিয়ার উজ্জ্বল ত্বকের প্রশংসা বলিউডের মুখে মুখে ঘোরে।

দাগ ছপ তো দূরের কথা মকমলের মত কোমল ত্বকে কোথাও কোন বিন্দু পর্যন্ত মিলে না। এমন স্বপ্নের মতো ত্বকের নেপথ্যে নাকি মুলতানি মাটির অবদান। অনেকের কাছে এটা অবিশ্বাস্য মনে হলেও আলিয়া ভাট নিজেই জানিয়েছেন মুলতানি মাটির প্রতি তার অগাধ ভরসার কথা।

আরও পড়ুন:  ঘরোয়া পদ্ধতি অনুসরণ করে ব্ল্যাক হেডস দূর করার উপায়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *