24 ঘন্টা ডেক্স: বেশিরভাগ অভিভাবক তাদের স্কুলগামী বাচ্চার খারাপ হাতের লেখার অভিযোগ করেন। খারাপ হাতের লেখার কারণে অনেক সময় পরীক্ষায় নম্বর কম আসে। কারণ যে কোন পরীক্ষার খাতা দেখার সময় একজন পরীক্ষক সর্বপ্রথম যে যে বিষয়টি দেখেন সেটি হল আমাদের হাতের লেখা। যদি আপনার হাতের লেখা সুন্দর ও পরিষ্কার হয় তাহলে আপনার পরীক্ষার নম্বর বেড়ে যেতে পারে। তাই খুব কম সময়ে হাতের লেখা পরিষ্কার ও সুন্দর করার শেয়ার করব।
হাতের লেখা কিভাবে ভালো হয়?
১। হাতের লেখা দেখতে কেমন হবে তা সম্পূর্ণ নির্ভর করে আমাদের কলম ধরার কৌশলের ওপর। যদি আমরা কলমটিকে খুব শক্ত করে ধরি তাহলে আমাদের হাত খুব দ্রুতই ব্যথা হবে এবং খাতার পৃষ্ঠায় খুব বেশি পরিমাণ চাপ পড়ায় পরের পৃষ্ঠাটি নষ্ট হয়ে যায় ফলে হাতে লেখা দেখতে খুব বাজে লাগে তাই বাচ্চাদের উচিত হালকা হাতে চাপ দিয়ে কলমটি ধরা ।
বাংলা হাতের লেখা কিভাবে সুন্দর করা যায়?
২। এমন অনেক বাচ্চা আছে যাদের হাতের লেখা সুন্দর হলেও দুটি লেখার মধ্যে কোন ফাক না থাকায় লেখাগুলি দেখতে বাজে লাগে। ফলে দুটি লেখার (হাতের লেখা ঠিক করা) মধ্যে পর্যাপ্ত পরিমান জায়গা ফাঁকা রেখে লেখা উচিত।
৩। আমরা যখন খুব দ্রুত লিখি তখন স্বাভাবিকভাবেই হাতের লেখা খুব খারাপ যা পরবর্তীতে নিজের হাতের লেখা নিজের বুঝতেই অসুবিধা হয়। তাই হাতের লেখা (হাতের লেখা খুব খারাপ) কখনোই দ্রুত লেখা যাবেনা।
হাতের লেখা সুন্দর ও দ্রুত করার উপায়
৪। প্রথমে শিশুকে খোলামেলা ও বড় করে দেখতে শেখান। পরে সে নিজেই ছোট করে লিখবে।
৫। বাচ্চা কে লেখা শেখানোর সময় কখনই ভারী ও মোটা পেন দেবেন না। ভাড়ি ও মোটা পেন দেখতে সুন্দর হলেও অল্প কিছুক্ষণ লেখার পরে হাত ব্যথা হয়ে যায় ফলে লেখা খারাপ ( খারাপ হাতের লেখা) হয়।
৬। হাতের লেখা সুন্দর করতে বাচ্চাকে প্রতিদিন লিখতে প্র্যাকটিস (ভালো হাতের লেখার উপায়) করান। একটি করে হাতের লেখা সুন্দর হবে ও লেখার গতি ও দ্রুত হবে